ত্বাইরান আবির বাংলাদেশের একজন পেশাদার লেখক এবং অনুবাদক। তিনি বিখ্যাত মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন, যা কিনা পূর্বে বিক্রমপুর নামে পরিচিত ছিলো এবং বাংলাদেশের বহু কিংবদন্তী ব্যক্তির জন্মস্থান। তিনি পড়াশোনা করেছেন মুন্সীগঞ্জ সদর থানায় অবস্থিত সুপরিচিত বিদ্যাপীঠ সরকারি গরগঙ্গা কলেজে। ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়াশোনার দরুন বই পড়ার প্রতি তার প্রচন্ড ঝোঁক ছিলো এবং লেখালেখির প্রতিও আলাদা ভালো লাগা কাজ করতো। সেই ভালো লাগা থেকেই তিনি অল্পবিস্তর লেখালেখি শুরু করেন, পাশাপাশি পেশা হিসেবে গ্রহণ করেন অনুবাদ সাহিত্যকে। বর্তমান বাংলাদেশের একজন সফল অনুবাদক তিনি। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ের ওপর রচিত বেশকিছু বই অনুবাদ করার মাধ্যমে পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অনুবাদ করার পাশাপাশি নিজের সমস্ত মৌলিক লেখাগুলোকেও বইয়ের পাতায় আবদ্ধ করার প্রস্তুতি সেরে নিয়েছেন তিনি। এগুলোর মধ্যে প্রকাশের অপেক্ষায় থাকা উল্লেখযোগ্য বই হচ্ছে- ‘শুভা- জিঞ্জিরে আবদ্ধ যে প্রাণ’ ‘লাইফ ইন বাল্ডারল্যান্ড’ এবং ‘চিন্তাপ্রসূত গল্প’। অগ্রজ লেখকদের মধ্যে কেউ কেউ তাকে ‘সম্ভাবনাময় তরুণ লেখক’ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় পাঠক, সবাই ত্বাইরান আবিরের সাথেই থাকুন, সমর্থন দিতে থাকুন যাতে লেখক আপনাদেরকে ভালো কিছু বই উপহার দিতে পারেন। শেষ করতে চাই তার বিখ্যাত একটি উক্তি দিয়ে-
‘মানুষ সকল আভ্যন্তরীণ পরিচয়ের উর্ধ্বে। তার কোন নির্দিষ্ট দেশ, বাসস্থান কিছুই নেই বলেই আমার বিশ্বাস। দিনশেষে আমরা সবাই মানুষ, পৃথিবীর বুকে অস্থায়ী মুসাফির।’