‘পুরুষের তুলনায় ১৬ লাখের অধিক নারী দেশে বেশি আছে’- এমন পরিসংখ্যান দিয়ে মাসনা সুলাসার পক্ষে ফতোয়া দিচ্ছে কতিপয় বিবাহ পাগল লোক।
কেউ কেউ আফসোস করছে। এত নারী বেশি থাকতেও কেন এখনও ‘সে সিঙ্গেল’।
কেউ কেউ বলছেন ‘আমাকে গোনা হয়নি’। মোট জনসংখ্যার সাথে তালিকায় একজন বাড়িয়ে ধরবেন।
কিছু মেয়েরা বলছে- ‘এত খুশি হয়ে লাভ নেই। শতকরা পাঁচজন দুইটা করে বিয়ে করলেই বাকিরা নিজেদের জন্য এক বউ ই পাবে না।’
কেউ আবার হেসে বলছে- ‘জনসংখ্যা কয়েক বছর আগেও যা, এখনও তা। বাঙালী তো দেখা যায় ভালোই নিয়ন্ত্রিত হয়েছে।’
কারো তরফ থেকে আবার আসছে অভিযোগ। তারা বলছে ‘জনশুমারি প্রকৃত তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছে’।
বেশ।
সবাই সবার মতামত দিচ্ছে। নিজের জায়গাতে সবাই ই সঠিক। ওদিকে টুলু চাচা চায়ের দোকানে বসে বলছে-
‘সবাই শান্ত হোন। এক কোটির বেশি প্রবাসীরা দেশে ফিরলে না থাকবে বেশি নারী, উল্টো সব বিবাহ পাগলা পুরুষের মাথায় পড়বে বারি।’
‘নানান মুনির দেশে নানান মত’
– Tayran Abir